Kabul Blast: আবার কি আইএসে`র অন্তর্ঘাত? কাবুলে ফের বিস্ফোরণ, ২০ জনের মৃত্যু...
Kabul Blast: ফের বিস্ফোরণ। প্রতিদিনই আফগানিস্তান খবরের শীর্ষে। তালিবান শাসনের শুরু হওয়ার পর থেকে কিছু না কিছু জড়িয়ে খবরেই আফগানিস্তান। কদিন আগেই মেয়েদের পড়াশোনা বন্ধে ফতোয়া জারি করেছিল তালিবান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিস্ফোরণ কাবুলে। প্রতিদিনই আফগানিস্তান খবরের শীর্ষে। তালিবান শাসনের শুরু হওয়ার পর থেকে কিছু না কিছু জড়িয়ে খবরেই আফগানিস্তান। কদিন আগেই মেয়েদের পড়াশোনা বন্ধে ফতোয়া জারি করেছিল তালিবান, তারপর সেটা তারা শিথিলও করে। আজ, বুধবার বিকেলে ভয়ানক এক বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। আফগান বিদেশ মন্ত্রকের অফিসের সামনে এই ঘটনাটি ঘটেছে। অন্ততপক্ষে ২০ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বুধবার বিকেলে, আফগান বিদেশ মন্ত্রকের ভবনের কাছেই একটি জায়গায় বিস্ফোরণটি ঘটে। এক রুশ সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী আফগান বিদেশ মন্ত্রকের মূল দরজার ঠিক বাইরে বিস্ফোরণটি ঘটে এবং গুলি চলার শব্দও পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: Peru’s Political Crisis: বিক্ষোভে উত্তাল পেরুতে একদিনে ১৭ জনের মৃত্যু! জারি কারফিউ...
বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আফগানিস্তানের একটি সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, খালিদ জাদরান নামে কাবুলের নিরাপত্তা বিভাগের এক মুখপাত্র টুইট করে জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের কাছেই ঘটা এই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে তালিবান নিরাপত্তা বাহিনী।