গাড়ি শূন্য উড়ে গিয়ে সজোরে ধাক্কা মারল দোতলার দেওয়ালে!
পুলিস সূত্রে আরও খবর, দু`জন ওই গাড়ির মধ্যে ছিলেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা। ওই অবস্থায় একজন বেরতে পেরেছিলেন। অপর জনকে উদ্ধার করে দমকল কর্মীরা।
নিজস্ব প্রতিবেদন: গাড়ি উড়ে গিয়ে একেবারে দোতলায়! দোতলার দেওয়াল ফুঁড়ে ঝুলে রয়েছে চার চাকার একটি গাড়ি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ পেতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে ওঠে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা আনায়।
আরও পড়ুন- জাপানি 'যৌন শিক্ষিকা'র বিয়ের খবর শুনেই মন ভেঙেছে চিনের
ওরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানিয়েছে, রবিরার সকাল সাড়ে ৫টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিস সূত্রে খবর, প্রচণ্ড গতিতে ছুটে আসা গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। গতি এতটাই প্রবল ছিল যে, শূন্যে ভাসতে থাকে গাড়িটি। প্রায় ১২-১৩ ফিট শূন্যে উড়ে গিয়ে গাড়িটি সোজা ধাক্কা মারে একটি দোতলা বাড়িতে। বাড়ি ফুঁড়ে ঢুকে যায় গাড়িটি। জানা গিয়েছে, বাড়িটি এক চিকিত্সকের চেম্বার ছিল।
আরও পড়ুন- 'সেক্সোম্যানিয়াক'! ঘুমের ঘোরে কয়েকশোবার ধর্ষণ করায় অভিযুক্ত তরুণ
পুলিস সূত্রে আরও খবর, দু'জন ওই গাড়ির মধ্যে ছিলেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা। ওই অবস্থায় একজন বেরতে পেরেছিলেন। অপর জনকে উদ্ধার করে দমকল কর্মীরা। ওই দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিত্সা করে তাঁদের ছেড়ে দেয় হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- প্রাক্তন প্রেমিকের অণ্ডকোষ কামড়ে ছিঁড়ে দিলেন মধ্য বয়সী মহিলা