নিজস্ব প্রতিবেদন: এক চিনা ব্যক্তিকে ধর্মান্তরিত করার অভিযোগ উঠল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই)-এর বিরুদ্ধে। সোমবার পাকিস্তানে একটি ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, এক চিনা নাগরিককে ইসলাম ধর্মের পাঠ পড়াচ্ছেন পিটিআই-এর মন্ত্রী আমজাদ আলি। ওই চিনা ব্যক্তিও সহাস্যে ‘কালিমা’ পাঠ করছেন। খাইবার-পাখতুনখাওয়ার পিটিআইয়ের মিডিয়া সেল ওই ভিডিয়োটি প্রকাশ্যে আনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ককপিটে ধুমপান করছিলেন পাইলট! বাংলাদেশি বিমান দুর্ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য


ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই চিনা নাগরিকের উদ্দেশে পিটিআই নেতা আমজাদ আলি বলেন, আপনি পুরোপুরি মুসলিম হয়ে গিয়েছেন। আপনার নাম এখন আবদ্দুলা। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই বিতর্কের মুখে পড়ে ইমরানের সরকার। খাইবার-পাখতুনখাওয়ার খনি মন্ত্রী আমজাদের সাফাই, ওই চিনা ব্যক্তি বিভিন্ন জায়গায় ছবি তুলছিলেন। পরে তাঁর সঙ্গে পরিচয় হয় আমজাদের। ইসলাম বিষয়ে অনেক তথ্য জেনে আপ্লুত হয়ে পড়ে ওই চিনা নাগরিক। এমনকি, দ্রুত ইসলাম ধর্ম গ্রহণে ইচ্ছাপ্রকাশ করেন তিনি। আমজাদের দাবি, তাঁকে নিয়ম মেনেই ধর্মন্তরিত করা হয়েছে।



আরও পড়ুন- জোড়া বিস্ফোরণ ফিলিপিন্সের গির্জায়, মৃত কমপক্ষে ১৭


আমজাদের কথায়, গংঝউয়ে সাদ বিন আবি ওয়াকাসের সমাধিতে সম্মান জানাতে আসেন ওই চিনা নাগরিক। সেখানেই পরিচয় হয় আমজাদের। ধর্ম বিষয়ে বেশ কিছু ক্ষণ আলোচনার পরই ওই চিনা নাগরিক মুগ্ধ হয়ে পড়েন ইসলামে। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।