ওয়েব ডেস্ক: শিস দিয়ে বাজার মাত করেছেন কখনও? কলেজ ক্যান্টিনে অল্পবিস্তর মুখে শিস ভাসেনি এমন পড়ুয়া বিরল। সেই শিসেরই যে এমন কদর কে জানত। শিস শিল্পীদের নিয়ে বিশাল জলসার আসর বসেছিল জাপানের কাওয়াসাকিতে। জানুন শিসের কেরামতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুরেলা আওয়াজে মন ভরছে দর্শকদের। হাজির ছয় দেশের তাবড় শিস শিল্পীরা। জাপানের কাওয়াসাকিতে বসেছিল অভিনব এই জলসা।


আরও পড়ুন-বিমান কর্মীদের ফ্যাশান শো


কোনও কোনও শিল্পীর শিসের সঙ্গতে ছিল তাদের পছন্দের বাদ্যযন্ত্র। কখনও ধ্রুপদী সঙ্গীতের সুর আবার কখনও রক গানকেই শিসে হুবহু নকল করেছেন শিল্পীরা।


প্রতিযোগিতায় অংশ নিয়েছিল জাপান, ভারত, অষ্ট্রেলিয়া, কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা। অনুষ্ঠানের বিচারকরাও বেজায় কড়া। শিস দিতে দিতে কোনওভাবে নিঃশ্বাসের শব্দ মাইক্রোফেনে চলে এলে নম্বর মাইনাস। এসব কড়া নজরদারির মধ্যে দিয়েই মনমাতানো শিসের শব্দে মজল কাওয়াসাকির প্রেক্ষাগৃহ।