Hindu Temple Attacked in Brisbane: ফের মন্দিরে হামলা! দেওয়ালে হিন্দুবিরোধী স্লোগান...
Hindu Temple Attacked in Brisbane: ফের মন্দিরে হামলার ঘটনা অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শনিবার এই হামলার ঘটনা ঘটল। এ নিয়ে গত ২ মাসে অস্ট্রলিয়ায় চার বার হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনা ঘটল। ব্রিসবেনে থাকা লক্ষ্মীনারায়ণ মন্দিরে এই হামলার ঘটনা ঘটেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মন্দিরে হামলার ঘটনা অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শনিবার এই হামলার ঘটনা ঘটল। হামলার অভিযোগ উঠেছে খালিস্তানপন্থীদের বিরুদ্ধে। এ নিয়ে গত ২ মাসে অস্ট্রলিয়ায় চার বার হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনা ঘটল। ব্রিসবেনে থাকা লক্ষ্মীনারায়ণ মন্দিরে এই হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: Indonesia: তেলের ডিপোয় আগুন লেগে কমপক্ষে ১৭ জনের মৃত্যু, আহত ৫০...
ওই মন্দিরের সভাপতি সতীন্দার শুক্লা অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে বলেন-- মন্দিরের পুরোহিত এবং ভক্তরা সকালে দেখেন মন্দিরে ভাঙচুর করা হয়েছে। মন্দিরের সীমানা-পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার হিন্দু মানবাধিকার গ্রুপের ডিরেক্টর শারাহ গেটস বলেছেন-- ঘটনার কথা আমরা কুইন্সল্যান্ড পুলিশকে জানিয়েছি। পুলিস মন্দির এবং ভক্তদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে!
আরও পড়ুন: Gunmen in Philippines: বাড়িতে ঢুকে বন্দুকধারীর হামলা, মৃত্যু গভর্নর-সহ আরও কয়েকজনের...
অস্ট্রেলিয়ার মন্দিরে খালিস্তানপন্থীদের আক্রমণের ঘটনা এই প্রথম। এ বছরেই এই নিয়ে চারটি এ রকম ঘটনা ঘটল। ব্রিসবেনের মন্দিরে হামলার পর অস্ট্রেলিয়ার হিন্দু মানবাধিকার গ্রুপের ডিরেক্টর শারাহ গেটস বলেছেন-- অস্ট্রেলিয়ায় বসবসকারী হিন্দুদের মধ্যে সন্ত্রাস ছড়াতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। পরিকল্পনা করেই এই ঘটনা ঘটছে। মন্দিরে হিন্দুবিরোধী গ্রাফিত্তিও আঁকা হচ্ছে।