নিজস্ব প্রতিবেদন— সাপ আবার সোজা চলে নাকি? সাপ তো এগোয় এঁকেবেঁকে। কিন্তু এটা কেমন সাপ? এ তো চলছে একেবারে সোজা। দেখে মনে হচ্ছে যেন বুকের নিচের দিকে পা রয়েছে। আর সেই পাগুলির উপর ভর করেই সোজা এগোচ্ছে সাপটি। সাপই তো নাকি অন্য কোনও জীব? সাপের মতোই তো চেড়া রয়েছে। শরীরে ধরণও সাপের মতো। তা হলে কী করে সেটি সোজা চলছে। কেন এঁকেবেঁকে চলছে না? একটি ভাইরাল ভিডিয়ো নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে গায়ে ডোরা কাটা দাগের একটি সাপ সোজা চলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন— বাঁচাতে হবে পৃথিবীর ফুসফুস! অ্যামাজন বনভূমি রক্ষায় এতদিনে টনক নড়েছে ব্রাজিলের


A non slithering snake from r/snakes

একটি ভিডিয়ো শেয়ার করেছে Reddit. সেখানে দেখা যাচ্ছে সাপটি কোনও এক রাস্তায় সোজা চলেছে। অনেকটা শুয়োপোকা যেমন করে চলে ঠিক তেমনভাবেই। ইতিমধ্যে ৫৫ হাজর মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। সাপটির চলাফেরার ধরণ দেখে সবাই অবাক। কারণ, আমরা সবাই জানি যে সাপ সাধারণত এঁকেবেঁকে চলে। অনেকে অবশ্য বলেছেন, এটি সাপ গোত্রের নয়। এটি হয়তো শুয়োপোকার বংশধর। কেউ কেউ আবার সাপের এমন চলাফেরাকে বলেছেন rectilinear locomotion. অর্থাত, কোনও সাপ যখন মাংশপেশির উপর ভর করে সোজা চলতে পারে! অনেকে জানিয়েছেন, বড় সাপের ক্ষেত্রে এমন চলাফেরা স্বাভাবিক ব্যাপার। এবার কেউ কেউ বলেছেন, কয়েক ধরণের বিষধর সাপও নাকি এমনভাবে সোজা চলতে পারে। তবে ভিডিয়োর সাপটি আকারে খুব একটা বড় নয়।