পারভেজ মুশারফের মৃত্যুদণ্ড ঘোষণা করল পাক আদালত
২০০৭ সালের নভেম্বরে মুশারফ দেশে জরুরি অবস্থা জারি করেন।
নিজস্ব প্রতিবেদন:দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের মৃত্যুদণ্ড ঘোষণা করল পাক আদালত! রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁর ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। এমনই খবর পাক মিডিয়া সূত্রে।
প্রাক্তন সেনা প্রধান ও পাক প্রেসিডেন্ট মুশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয় নওয়াজ শরিফের আমলে। ২০০৭ সালের নভেম্বরে মুশারফ দেশে জরুরি অবস্থা জারি করেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মামলাটি ২০১৩ সাল পর্যন্ত পরেই ছিল। ২০১৪ সালে ফের ওই মামলার শুনানি শুরু হয়। ২০১৯ সালের ৫ ডিসেম্বর লাহোরের বিশেষ আদালত মুশারফকে ওই মামলায় জবানবন্দি দিতে নির্দেশ দেয়।
আরও পড়ুন- ঢাকায় ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ১০
উল্লেখ্য মামলা চললেও চিকিত্সার কারণ দেখিয়ে ২০১৬ সাল থেকে দুবাইয়ে রয়েছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। এবছর মার্চে মুশারফকে দুবাইয়ে একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন প্রাক্তন পাক রাষ্ট্রপতি।