ঢাকায় ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ১০

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Edited By: সুদীপ দে | Updated By: Dec 16, 2019, 09:17 AM IST
ঢাকায় ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ১০

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই বাংলাদেশের কেরানীগঞ্জ এলাকার অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ১৯ জনের। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঢাকার গাজীপুরের একটি ফ্যান তৈরির কারখানায় আগুনে পুড়ে প্রাণ গেল অন্তত দশ জনের।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ গাজীপুর সদর উপজেলার কেশরিতা গ্রামে একটি ফ্যান তৈরির কারখানার তিন তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর পর ওই কারখানা থেকে ১০ জনের দেশ উদ্ধার হয়।

আরও পড়ুন: জামিয়ার ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব, দিল্লি পুলিসের সদর দফতর ঘেরাও করে রাতভর বিক্ষোভ পড়ুয়াদের

অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় ১৩ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় অগ্নিদগ্ধ দুই ব্যক্তি হাসপাতালে চিকিত্সাধীন। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে অনুমান দমকল কর্মীদের।

.