জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধরুন আপনার ফোনে একটি নোটিফিকেশন পপ-আপ করল। 'কর্মী চাই'-এর একটি বিজ্ঞাপন। আপনিও হয়তো কাজ খুঁজছেন, তাই লিঙ্কে ক্লিক করলেন। করার পর দেখলেন কাজটি আমার, আপনার, প্রায় সবার স্বপ্নের একটি চাকরি (Job) যা শুধু কল্পনাই করা যায়। কিন্তু কল্পনা থেকে বাস্তবে নেমে এসে সত্যি সত্যিই এক মার্কিন কোম্পানি কর্মী খুঁজছে এই স্বপ্নের কাজের জন্য। চাকরির জন্য উপযুক্ত হতে আপনাকে হতে হবে এককথায় কুম্ভকর্ণ যার পোশাকী নাম 'প্রফেশনাল ন্যাপার' (Professional Nappers)। অর্থাৎ ঘুমোনোর জন্য আপনি টাকা পাবেন। ভাবতে পারছেন না তো ? কিন্তু এইরকমই চাকরির আপডেট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ম্যাট্রেস কোম্পানি। নিউইয়র্ক ভিত্তিক কোম্পানি (Company) ক্যাসপার 'ক্যাসপার স্লিপারস' নিয়োগ করছে। অন্যদিকে বাচ্চা থেকে বুড়ো কার না ক্যান্ডি খেতে ভালো লাগে ! সেই ক্যান্ডি খাওয়ার জন্য চাকরির আপডেট দিলো কানাডার এক কোম্পানি যাতে ৬ বছরের বাচ্চাও অ্যাপ্লাই করতে পারে আবার ৮০ বছরের বুড়োও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Aviation Trivia : গর্বের ৭৫! সারা বিশ্বে সবচেয়ে বেশি মহিলা পাইলট ভারতেই


'আমাদের শোরুমে , বিশ্বের কল্পনাতীত আবহে ঘুমান। যে সময়ে আপনি ঘুমোবেন না সেইসময় আপনার ঘুমোনোর অভিজ্ঞতা সম্পর্কে টিকটক কন্টেন্ট তৈরী করে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করুন।' - কাজের বিষয়ে ক্যাসপার কোম্পানির এটাই জানিয়েছে। কোম্পানির দাবি তাঁদের কর্মী যেন ঘুম এবং ঘুমের অভিজ্ঞতা সম্পর্কে দক্ষতার সঙ্গে মানুষের সাথে কথা বলতে পারে। অর্থাৎ আপনার মধ্যে থাকতে হবে 'অসাধারণ ঘুমোনোর ক্ষমতা, যত খুশি ঘুমোনোর ইচ্ছা এবং যেকোনো পরিস্থিতির মধ্যে ঘুমোনোর ক্ষমতা' এবং মানুষের সামনে তা তুলে ধরার ক্ষমতা, ব্যাস তাহলেই এই চাকরি আপনার পাকা। এই কাজ যাতে ভালো করে করা যায় তাই কোম্পানি তাঁদের 'ক্যাসপার স্লিপার'-কে অনেক সুযোগ সুবিধার ব্যবস্থাও করে দিয়েছে। তাঁরা কোম্পানির ভিতরে পায়জামা পরতে পারবে, কোম্পনির পণ্য বিনামূল্যে ভোগ ব্যবহার পারবে এবং কাজের শিফটের জন্য পার্ট টাইমের অপশনও খোলা থাকবে।কোম্পানির ঘোষণা অনুযায়ী এই চাকরির আবেদন ১১ অগস্ট পর্যন্ত খোলা থাকবে।


ভাবছেন শুধু ঘুমিয়ে কি আর ভালো রোজগার করা যাবে ? একটু গবেষণা করলেই উত্তর পেয়ে যাবেন আপনিও।আমেরিকায় একজন পেশাদার 'কুম্ভকর্ণ' মাসে হেসেখেলে ৩ লক্ষ টাকা পকেটে ধোকাতে পারে! অন্যদিকে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়া, শুধুমাত্র মিষ্টির প্রতি ভালোবাসা থেকেই কোনো বয়সসীমা ছাড়াই কর্মী খুঁজছে কানাডার ক্যান্ডি ফানহাউস।কোম্পানি এই পদের নাম দিয়েছে 'চিফ ক্যান্ডি অফিসার'। নির্বাচিত 'ক্যান্ডি অফিসার'-কে প্রতি মাসে সাড়ে তিন হাজার পণ্য চেখে দেখতে হবে। এই পদে আবেদন করার সময় ৩১ অগস্ট পর্যন্ত খোলা আছে। তাহলে আর ভাবছেন কী? যোগাযোগ করেই ফেলুন কানাডা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের এই কোম্পানি দুটিতে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)