নিজস্ব প্রতিবেদন: পুনরায় বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন আব্দুল হামিদ। বাংলাদেশের এই প্রথম কোনও রাষ্ট্রপতি দ্বিতীয় বারের জন্য পুনঃনির্বাচিত হলেন। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, রাষ্ট্রপতি পদে একাই মনোনয়ন পত্র জমা দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান আব্দুল হামিদ। বুধবার আব্দুল হামিদের জয় নিশ্চিত করেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার নুরুল হুদা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ‘ইসলাম অবমাননা’র অভিযোগে এক ছাত্রকে হত্যা করায় ফাঁসির সাজা দিল পাক আদালত


প্রসঙ্গত, ২০১৩-তে তত্কালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান অসুস্থ হয়ে পড়ায় ওই পদে আব্দুল হামিদ আসীন হন। সেই বছরেই রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আব্দুল হামিদ।


আব্দুল হামিদ এর আগে দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব সামলিয়েছেন।


আরও পড়ুন- শরণার্থীকে আশ্রয় দেওয়ার থেকে শাটডাউন অনেক ভাল: ডোনাল্ড ট্রাম্প