নিজেস্ব প্রতিবেদন : হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের জগতে, বাংলা, হিন্দি, ইংরাজি বা একাধিক প্রাদেশিক ভাষাতে নতুন নতুন শব্দের উদ্ভব হচ্ছে। কোনও কোনও শব্দের তো এমন প্রতিলিপি তৈরি হয়ে গেছে, যে তা হঠাত্ করে বুঝতে রীতিমতো হেঁচকি তুলতে হয়। এমনই 'ট্রেন্ডিং' শব্দ ভান্ডারের মাঝে এবার নতুন করে ৭০টি ভারতীয় শব্দকে মান্যতা দিল অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষ। তবে, তার মধ্যে নবতম সংযোজন 'আচ্ছা', 'দিদি' ও আব্বা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আস্ত বিমানে একা যাত্রী! অদ্ভূত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন স্কটিশ লেখিকা


এখনও পর্যন্ত ৯০০টি ভারতীয় শব্দ জায়গা পেয়েছে অক্সফোর্ড শব্দকোষে। শুধু আব্বা, দিদি বা আচ্ছা নয়, বেশকিছু ভারতীয় খাবারের নামও স্থান পেয়েছে সেখানে। তার মধ্যে অন্যতম 'গোস্ত', 'গুলাব জামুন', 'কিমা', 'মির্চ মসালা'।


সম্পর্কের দিক থেকে জায়গা পেয়েছে, আব্বা, আন্না, চাচা ও দিদি-র মতো শব্দ।