নিজস্ব প্রতিবেদন: রক্তাক্ত আফগানিস্তান। গত ২৪ ঘণ্টায় দেশের ১২ প্রদেশে তালিবানের সঙ্গে আফগান ফোর্সের সংঘর্ষে নিহত ২৬২ তালিবান জঙ্গি। আহত ১৭৬ জনের বেশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আদিবাসীদের জমিতে তৈরি হয়নি মায়ের স্কুল, নথি দেখিয়ে টিগ্গাকে পাল্টা চ্যালেঞ্জ সৌরভের


আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, লাঘমান, নানগাহার, কুনার, গজনী, পাকতিয়া, কান্দহার, হেরট, বালাখ, জাওজান, হেলমন্দ, কুন্দুজ, কাপসিয়া প্রদেশের একাধিক জায়গায় সরকারি সম্পত্তিগুলিকে টার্গেট করে তালিবান। পাল্টা প্রতিরোধ করে আফগান ফোর্স।


সরকারি তরফে আরও বলা হয়েছে, জঙ্গিদের কাছ থেকে বেশকিছু ভারী অস্ত্র ও গোলাগুলি উদ্ধার করেছে সরকারি বাহিনী। এছাড়াও উদ্ধার হয়েছে বেশকিছু মাইন। জঙ্গি কার্যকলাপ ঠেকাতে দেশের ৩১ প্রদেশে নাইট কার্ফু জারি করেছে সরকার।


আরও পড়ুন-স্কুল লিভিং সার্টিফিকেট পেতে দিতে হবে মিষ্টি খাওয়ার টাকা, তুমুল হইচই বাঁকুড়ার স্কুলে


প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ফাওয়াদ আমান সংবাদমাধ্যমে জানান, দেশের একাধিক প্রদেশে তালিবানের সঙ্গে লড়াই ভালো ফল করছে সরকারি বাহিনী। রোজই আমাদের ফোর্স নতুন নতুন জায়গায় তালিবানদের হঠিয়ে দিচ্ছে। অন্যান্য জায়গায় তাদের ঘিরে ধরছে সরকারি বাহিনী। 
 
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)