Afghanistan: আমেরিকার উদ্ধারকারী বিমানে প্রসবযন্ত্রণা, জার্মান বিমানবন্দরে সন্তানের জন্ম আফগান মহিলার
আমেরিকার বায়ুসেনার তরফে টুইটে জানানো হয়েছে, মা ও শিশু দু’জনেই সুস্থ আছে।
নিজস্ব প্রতিবেদন: তালিবানি শাসন থেকে অব্যাহতি পেতে চেয়েছিলেন। সেই মোতাবেক দেশ ছাড়ার উদ্যোগ নিয়েছিল অন্তঃস্বত্ত্বা মহিলা। কিন্তু মার্কিন বিমান আকাশে উড়তেই ভয়ঙ্কর প্রসব যন্ত্রণা শুরু হয় ওই মহিলার। শত চেষ্টা করেও বিমানে কোনওরকম সমাধান সূত্র পাওয়া যায়নি। এরপর জার্মান বিমানবন্দরে নেমেই সন্তানের জন্ম দেন আফগান মহিলা।
রবিবার আমেরিকার বিমানবাহিনীর তরফে টুইট করে এ খবর দেওয়া হয়েছে। ২৮ হাজার ফুট উচ্চতায় যখন ছিল বিমানটি সেই সময় আফগান মহিলার প্রসবযন্ত্রণা শুরু হয়েছিল। বিমানের মধ্যে বায়ুচাপ কম থাকায় শ্বাসকষ্টও শুরু হয়। যদিও সেই বায়ুচাপ কমিয়ে আনান হলেও সমস্যার সমাধান হয় না।
এরপর আমেরিকার বায়ুসেনার বিমানটি জার্মানির র্যামস্টিন এয়ারবেসে নামার প্রায় সঙ্গে সঙ্গেই সন্তান প্রসব করেন ওই আফগান মহিলা।
আরও পড়ুন, Afghanistan Crisis: কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত ৭
জার্মানিতে আমেরিকার বায়ুসেনা ঘাঁটি থেকে কিছুটা দূরেই ছিল সি-১৭ বিমানটি। মহিলার শারীরিক অবস্থা দেখেই বিমান সেখান নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে মা ও সদ্যোজাতকে র্যামস্টিন এয়ারবেসের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমেরিকার বায়ুসেনার তরফে টুইটে জানানো হয়েছে, মা ও শিশু দু’জনেই সুস্থ আছে।