নিজস্ব প্রতিবেদন: কাবুলের দখল নিয়েছে তালিবানরা (Taliban)। শীঘ্রই জেহাদিদের দখলে যেতে চলেছে সমগ্র আফগানিস্তান (Afghanistan)। এই পরিস্থিতিতে চরম আতঙ্কে আফগানবাসী। ইতিমধ্যে কাবুল (Kabul) ছাড়ার তোড়জোড় শুরু হয়েছে। কাবুল এয়ারপোর্টে চূড়ান্ত হুড়োহুড়ি। কার্যত হুলুস্থুল অবস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কাবুল বিমানবন্দরের চরম বিশৃঙ্খলতার ছবি। সূত্রের খবর, কাবুল বিমানবন্দরে গুলি চালিয়েছে মার্কিন সেনা। গুলিতে একাধিক জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। কাবুল এয়ারপোর্টে থেকে পুরোপুরি বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বাসিন্দাদের কাছে আর্জি জানান হয়েছে যে, তাঁরা যেন আর বিমানবন্দরের দিকে না আসেন। 



আরও পড়ুন: Afghanistan: প্রেসিডেন্ট হাউসের দখল নিয়ে জিমে গা ঘামাচ্ছে Taliban-রা! দেখুন Video


জানা গিয়েছে, বিশ্বের প্রায় প্রতিটি দেশই বিমান সংস্থাগুলোকে আফগানিস্তানের এয়ারস্পেস এড়িয়ে যেতে নির্দেশ দিয়েছে। জারি হয়েছে চরম সতর্কতা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে জানান হয়েছে, হামিদ কারজাই বিমানবন্দরের সুরক্ষা বজায় রাখতে তাঁরা সচেষ্ট। সেখানে মোতায়েন রয়েছে প্রায় ৬ হাজার ট্রুপ।   


আরও পড়ুন: Afghanistan: 'তলোয়ার-বন্দুকের জোরে শাসনে Taliban', দেশত্যাগের পর প্রথম বার্তা Ghani-র