Afghanistan: দুয়ারে তালিবান, পড়ুয়াদের সব নথিতে আগুন দিল দেশের একমাত্র মেয়েদের আবাসিক স্কুল
দু`দশক আগে অভিজ্ঞতার কথা স্মরণ করে রাসিখ লিখেছেন ২০০২ সালে তালিবান ক্ষমতা থেকে উত্খাতের পর স্কুলের সব নথি পুড়িয়ে ফেলেছিল
নিজস্ব প্রতিবেদন: প্রায় দু'দশক আগে ক্ষমতা ছাড়ার সময়ে এক মেয়েদের স্কুলের সব নথিতে আগুন লাগিয়ে দিয়েছিল তালিবান। যাতে স্কুলপড়ুয়া ওইসব মেয়েদের পড়শোনার প্রামাণই না থাকে। ২০২১ সালে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আফগানিস্তানের একমাত্র মেয়েদের বোর্ডিং স্কুলের সব নথি পুড়িয়ে নষ্ট করে দিলেন স্কুল অব লিডারশিপ আফগানিস্তান-এর প্রিন্সিপ্যাল শাবানা বাসজি রাসিখ। কুড়ি বছর আগে তালিবানরা পড়ুয়াদের যেসব নথিতে আগুন দিয়েছিল তার মধ্যে ছিল রাসিখের নথিপত্রও।
আরও পড়ুন-Afghanistan: দাদার সঙ্গে সংঘাত থেকেই রাজনীতিতে! গনি ক্ষমতা হারাতেই তালিবানকে সমর্থন ভাই হাসমতের
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)