জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মেয়েদের জন্য নয়া ফতোয়া জারি আফগানিস্তানে। মেয়েদের জন্য জানলা বন্ধ করছে তালিবান! নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করে ফের ফতোয়া জারি করা হয়েছে। বাড়ির অন্দরমহলে, মূলত যেখানে মহিলারা রান্না করেন বা অন্যান্য গৃহকর্ম করেন, সেখানে আর জানলা রাখা যাবে না বলে সরকারের তরফে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তাদের আশঙ্কা, নইলে 'অশ্লীল কাজ' হওয়ার আশঙ্কা রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Bangladesh: বাংলাদেশে ভারতের রফতানি কমল ৯ শতাংশ, পাকিস্তান কোন জায়গায় দাঁড়িয়ে?


তালিবানের যুক্তি, বাড়ির ভিতরে কাজ করতে থাকা কোনও মহিলাকে বাইরে থেকে দেখলেও অশ্লীল কাজকর্ম হতে পারে। রাস্তা থেকে কোনও মহিলাকে রান্না করতে দেখলে, জল তুলতে দেখলে বা ঘরের অন্যান্য কাজ করতে দেখলে পুরুষরা আকৃষ্ট হতে পারেন। তাই যদি কোনও বাড়িতে আগে থেকেই এমন জানালা থাকে তবে তা বন্ধ করতে হবে। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, নতুন বাড়িগুলিতে এমন জানালা থাকা উচিত নয় যা দিয়ে “আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া এবং সাধারণত মহিলাদের দ্বারা ব্যবহৃত অন্যান্য স্থান” দেখা যায়। 


সেক্ষেত্রে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, বাড়ির রান্নাঘর, প্রতিবেশীর দেওয়াল এবং মেয়েদের ঘরে জানলা থাকলে তা বুজিয়ে দিতে হবে। সরকারের তরফে এ-ও জানানো হয়েছে যে, কোনও বাড়ির ভিতর থেকে প্রতিবেশীর ঘর দেখা যাচ্ছে কি না, পুরসভার আধিকারিকেরা তা নজরে রাখবেন। উল্লেখ্য, আফগানিস্তানে ২০২১ সালের আগস্টে তালিবান ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের উপর বিধিনিষেধ বেড়েছে। 



আরও পড়ুন, Luxurious Private Islands: ছুটি কাটানোর জন্য এঁদের আছে নিজেদের আস্ত দ্বীপ! শাকিরা-ডিক্য়াপ্রিয়োর সঙ্গেই আছেন শাহরুখ...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)