নিজস্ব প্রতিবেদন: টার্গেট পঞ্জশির। যে কোনও সময় যুদ্ধ বাঁধতে পারে পঞ্জশিরে। উত্তর কাবুলের হিন্দুকুশ পর্বতের এই  দুর্ভেদ্য উপত্যকাই তালিবানের পাখির চোখ। আর মাত্র কয়েক ঘণ্টা, তার মধ্যে আত্মসমর্পন না করলে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেবে তালিবানরা। মাসুদ বাহিনীকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিল তালিবান। অন্যদিকে, তালিবানিদের টক্কর দিতে তৈরি মাসুদ বাহিনী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্জশিরে ঢুকতে গিয়ে গত কয়েক দিনে বাধার মুখে পড়তে হয়েছে তালিবান যোদ্ধাদের। নর্দান অ্যালায়েন্স এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। গোটা আফগানিস্তান যখন কার্যত আত্মসমর্পন করেছে তালিবানদের কাছে তখন আহমেদ মাসুদের বাহিনী স্পষ্টত জানিয়ে দিয়েছে কোনও অবস্থাতেই পঞ্জশিরের জমি দেবে না তারা। 


তালিবানিদের বিরুদ্ধে বিনা যুদ্ধে নাহি দিব সূচাত্র মেদিনী-র বার্তাই দিচ্ছে তারা। ইতিমধ্যই মুজাহিদিন সশস্ত্র বাহিনী পঞ্জশির উপত্যকার দিকে রওনা দিয়েছে। অতীতেও এই বাহিনীর সামনে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে তালিবান। 


আরও পড়ুন, G7 meeting: আফগানিস্তানে রাজনৈতিক সঙ্কট, তালিবান ইস্যুতে জি-৭ এর জরুরি বৈঠকের ডাক ব্রিটেনের


উল্লেখ্য, কাবুলের উত্তরের এই উপত্যকা তালিবান প্রতিরোধের একমাত্র কেন্দ্রবিন্দু। আর এখানেই প্রতিরোধ বাহিনীর হাতে খতম প্রায় ৩০০ তলিবান। আশরফ গনি সরাকারের ভাইস প্রেসিডেন্ট আমানুল্লাহ সাল ফিরে গিয়েছেন নিজের বাড়ি পঞ্চশিরে। তিনি বলেছেন, শরীরে একফোঁটা রক্ত থাকলেও তালিবানদের আটকাবেন। 


তবে মাসুদ বাহিনীকে প্রতিহত করতে সর্বশক্তি দিয়ে তৈরি তালিবান। পাল্টা দেবে মাসুদ বাহিনী। সুতরাং, আগামীতে পঞ্চশির তালিবান দখলে আসে কি না তা তো সময়ই বলবে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)