নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তান ছাড়লেন প্রেসিডেন্ট আশরাফ ঘনি এবং ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। সূত্রের খবর, ইস্তফা দেওয়ার পর সম্ভবত দেশ ছেড়েন তাঁরা। তবে কোথায় গিয়েছেন তা জানা যায়নি। ইতিমধ্যে আফগানিস্তানের শীর্ষ রাজনীতিকদের একটি দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পাকিস্তানে। সেই দলে রয়েছেন পার্লামেন্টের স্পিকার মীর রহমান রহমানি, সালাহ-উদ্দিন-রব্বানি, মহম্মদ ইউনুস কনুনি, মহম্মদ করিম খালিলি, আহমেদ জিয়া মাসুদ, ওয়ালি মাসুদ, আব্দুল লতিফ পেদ্রাম এবং খালিদ নূর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, ইতিমধ্যে কাবুল বিমান বন্দর থেকে ছেড়ে দিয়েছে শেষ বিমানটি। সেটি ছিল Air India-র। সেখান থেকে ১২৯ জন ভারতীয়কে নিয়ে আজ রাতেই দিল্লি ফিরবে বিমানটি। এরপর থেকে কাবুল বিমান বন্দরে বিমানের ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়েছে। একটা সময় জানা যায়, দোহায় হবে ক্ষমতার হস্তান্তর। কিন্তু কাবুল থেকে সমস্ত বিমানের ওঠা-নামা বন্ধ হয়ে যাওয়ায়, এখন কোথায় হবে ক্ষমতার হস্তান্তর তা নিয়ে ধন্দ জারি রয়েছে।     


আরও পড়ুন: Afghanistan-Taliban:Kabul থেকে উড়ল শেষ Air India-র বিমান, Delhi ফিরছেন ১২৯ ভারতীয়


আরও পড়ুন: Afghanistan: ফিরছে সেই অন্ধকার যুগ! স্বাধীনতা হারিয়ে গৃহবন্দি আফগান মেয়েরা


রবিবারই আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করেছে তালিবান। সূত্রের খবর, ইতিমধ্যে সরকারের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন জঙ্গি গোষ্ঠীটি। শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। সংবাদ সংস্থা AFP সূত্রে খবর, শান্তিপূর্ণ পথে আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষমতা হাতে পেতে চায় আফগানিস্তান।