Afghanistan-Taliban:Kabul থেকে উড়ল শেষ Air India-র বিমান, Delhi ফিরছেন ১২৯ ভারতীয়
ইতিমধ্যে কাবুল বিমান বন্দরে বন্ধ হয়েছে বিমান ওঠা-নামা।
নিজস্ব প্রতিবেদন: তালিবানদের নেওয়া কাবুল থেকে ভারতীয়দের নিয়ে ফেরাচ্ছে এয়ার ইন্ডিয়া। সূত্রের খবর, ইতিমধ্যে সেখান থেকে পাড়ি দিয়েছে এয়ার ইন্ডিয়ার শেষ বিমান। আজ রাতের মধ্যেই নয়াদিল্লিতে অবতরণ করবে বিমানটি। বিমানটিতে রয়েছে ১২৯ জন ভারতীয়।
রবিবারই কাবুলের দখল নিয়েছে তালিবানরা। সূত্রের খবর, ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘনি। আগামী এক সপ্তাহের মধ্যে শান্তিপূর্ণ পথে ক্ষমতার হস্তান্তর চান তালিবানরা। ক্ষমতার হস্তান্তর নিয়ে ইতিমধ্য়ে সরকারের সঙ্গে কথাবার্তাও শুরু করেছেন জেহাদি সংগঠনটি।
Security and boarding processes of an Air India flight are underway at Kabul airport in Afghanistan. The flight will return to Delhi tonight with a full load of passengers: Sources
— ANI (@ANI) August 15, 2021
শোনা গিয়েছিল, অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে আলি আহমেদ জালালের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। যদিও পরে সেই সম্ভাবনা বাতিল করেছে তালিবানরা। বরং এক সপ্তাহের মধ্যে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তরের পক্ষে তারা।