ওয়েব ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পটা হয়েছিল ১৮৬৮ সালে। ৭.৯ মাত্রার এই ভূমিকম্পে একেবারে কেঁপে গিয়েছিল হাওয়াই দ্বীপপুঞ্জ। বিকেল ৪টা-র সময় হওয়া কম্পনে সুনামি ধেয়ে এসেছিল। ধস দেখা দিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন ৭৭ জন। সেই ভূমিকম্প এতটা জোরালো ছিল যে এখনও হাওয়াই দ্বীপপুঞ্জের বেশ কিছু আফটার শকে জায়গা কেঁপে ওঠে। আফটার শকের ফলে ৫বার অগ্নুত্‍পাত হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০০ সালের পর থেকে কম্পনের মাত্রা খুব কমে এলেও, এখন হাওয়াই দ্বীপপুঞ্জে আফটার শক হয়ে চলে। এই এলাকায় বসবাসকারীরা হাসি মুখে মেনে নিয়ে আফটার শককে নিয়ে বেঁচে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জে।


দেখুন 2015 সালে নেপালের ভয়াবহ ভূমিকম্প