ওয়েব ডেস্ক : বাংলাদেশে ফের এক পুরোহিতকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঝিনাইদহ সদরের উত্তর কাষ্ঠসাগরা গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত বছর পঞ্চাশের শ্যামানন্দ দাস রাধামদন গোপাল মঠ মন্দিরের সেবাইত ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ মন্দিরের পাশের রাস্তায় তিনি ফুল তুলছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় তাঁর ওপর হামলা চালায় তিন দুষ্কৃতী। তারা বাইকে চড়ে এসেছিল। মৃত্যু নিশ্চিত করতে শ্যামানন্দ দাসের শরীরে ধারাল অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে দুষ্কৃতীরা।


মঠের কোষাধ্যক্ষ প্রভাস কুমার জানান, নিহতের বাড়ি নড়াইল উপজেলার মুসুড়িডাঙা গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এরআগে জুন মাসের সাত তারিখও এই ঝিনাদহের মহিষডাঙা গ্রামের মহিষের ভাগাড় মাঠে আনন্দ গোপাল গাঙ্গুলি নামে আরও এক পুরোহিতকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। সেবারও তিন আততায়ী বাইকে চড়েই এসেছিল। দুটি ঘটনার সঙ্গে কোনও যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিস।