ওয়েব ডেস্ক: ভূমিকম্পের রেশ চলছেই। রোজ কোথাও না ভূমিকম্প হয়েই চলেছে। আগের কম্পনের মৃত্যু মিছিল এখনও থামেনি, এর মধ্যে ফের ভূমিকম্প ইকুয়েডরে। বুধবার সকালে ইকুয়েডরে এসমেরালদস এলাকার কাছাকাছি অঞ্চল ফের কেঁপে ওঠে ভূমিকম্পে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.১।


শনিবারের ভুমিকম্পের পর ইতিমধ্যে  ইকুয়েডরে মৃতের সংখ্যা ৫০০ পার করেছে। যদিও সরকারী ঘোষণা ৪১৩। এখনও চলছে উদ্ধার কার্য। আহতের সংখ্যা এ পর্যন্ত ২,৫৬০। আজকের ভূমিকম্পের পর হয়ত নতুন করে বাড়বে মৃতের সংখ্যাটা। একের পর এক ভূমিকম্পের পর ইকুয়েডরের বর্তমান যা অবস্থা তা এ পর্যন্ত লাতিন আমেরিকায় ঘটা সবথেকে বড় ভূমিকম্প। ইকুয়েডরের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, গত ৬০ বছরে এর থেকে বড় বিপর্যয় ইকুয়েডরে আর হয়নি।