সিরিয়া ও ইরাককে রণভূমিতে পরিণত করার পর এবার আরও ভয়াবহ এইডস বোমার পরিকল্পনা আইসিসের। কুর্দিশ সিরিয়ান এআরএ রিপোর্ট অনুযায়ী ১৬ জন এইচআইভি পজিটিভ জঙ্গিকে আত্মঘাতী অভিযানে পাঠাচ্ছে আইসিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ১৬ জনের বেশিরভাগই বিদেশি। আইসিসের অনুমান দু'জন মরোক্কান মহিলার সঙ্গে যৌন সংসর্গের ফলেই এইচআইভি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে তাদের শরীরে। সেই দুই মহিলা তুরস্কে পালিয়ে গিয়েছেন বলে খবর। এইচআইভি পজিটিভ জঙ্গিদের আপাতত সিরিয়ার হাসাকাহ জেলার শদ্দাদি শহরের বদ্ধভূমিতে রাখা হয়েছে। তাদের আত্মঘাতী বোমা হিসেবে ব্যবহার করার কাজ চলছে। এর আগেও আইসিস জঙ্গিদের মধ্যে এইচআইভি ছড়িয়ে পড়ার খবর মিলেছিল। ইন্দোনেশিয়ার এক যোদ্ধার থেকে এক যৌনদাসীর শরীরে সংক্রমণ ছড়িয়েছিল। পরে কৃত্রিপ উপায়ে সংক্রমণ ছড়ানোর জন্য রক্তদানও করে ওই যোদ্ধা। গত জুন মাসেই হত্যা করা হয়েছে তাকে।


ঘটনা সামনে আসার পর গোটা দলের এইডস স্ক্রিনিংয়ের নির্দেশ দিয়েছে আইসিস। যদি কেউ সংক্রমিত হন, তার একটাই উপায়, আত্মহত্যা।