Plane Door Blown Out: ভয়ংকর! ওড়ার কয়েক মিনিটের মধ্যেই খুলে বেরিয়ে গেল বিমানের দরজা
Plane Door Blown Out: এয়ারক্রাফট মুভমেন্ট মনিটর Flightradar24 তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে বিমানটি প্রায় ১৬,৩২৫ ফিট উঁচুতে পৌঁছে গিয়েছিল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাটি ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই আতঙ্কে কুঁকড়ে গেলেন বিমানের ১৭১ যাত্রী ও ৬ ক্রু। শুরু হয়ে গেল হইচই। বিমানের একটি দরজা খুলে বেরিয়ে গিয়েছে। বিশাল দরজা যাত্রী সিটের সামনেই হাঁ করে খোলা। শনিবার এমনি ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স বিমানে। অত্যন্ত তত্পরতার সঙ্গে বিমানটিকে ফের রানওয়েতে নামিয়ে আনেন পাইলট।
আরও পড়ুন-বালুর ছায়ায় উল্কাগতিতে উত্থান, বিপুল সম্পত্তির মালিক শংকর 'ডাকু'র দুবাইতেও ফ্ল্যাট!
এয়ার লাইন্সের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, AS1282 বিমানটি যাচ্ছিল পোটল্যান্ড থেকে অন্টারিও। বিমানটি ওড়ার কয়েক মিনিটের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে ১৭১ যাত্রী ও ৬ ক্রু নিয়ে বিমানটি নিরাপদেই পোটল্যান্ড বিমানবন্দরে অবতরণ করে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে কিছু বেরিয়ে এলে তা জানানো হবে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডও এনিয়ে তদন্ত করছে।
এয়ারক্রাফট মুভমেন্ট মনিটর Flightradar24 তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে বিমানটি প্রায় ১৬,৩২৫ ফিট উঁচুতে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে সেটি পোটল্যান্ড বিমানবন্দরে ফিরে আসে। আলাস্কা এয়ারলাইন্স ওই বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স বিমানটি কেনে গতবছর অক্টোবর মাসে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)