ওয়েব ডেস্ক : ভিন গ্রহের প্রাণী কি আছে? এলিয়েনদের অস্তিত্ব কি আছে? সেই বিষয় নিয়ে যত বিতর্কই চলুক না কেন, এবার ফের ইউএফও-র দেখা মেলায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : কঙ্গনা তরজার মাঝেই হৃত্বিকের সঙ্গে নতুন কেউ?


সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলো স্টোন ন্যাশনাল পার্কের সিসিটিভি ফুটেজে এক রহস্যময় ছবি ধরা পড়ে। যেখানে আগ্নেয়গিরির উপরে মাঝে মধ্যেই কিছু উড়তে দেখা যায়। আর ওই ফুটেজ ইউটিউবে আপলোড হতেই তা ভাইরাল হয়ে যায়।


আরও পড়ুন : ২৪ ঘণ্টা মোবাইল গেমসে ব্যস্ত! দেখুন কী পরিণতি হল এই মহিলার 


ইউএফও-র মাধ্যমেই ভিন গ্রহের প্রাণীরা জানান দিচ্ছে বলে নেটিজেনদের একাংশ মত প্রকাশ করেছে। যদিও বিষয়টি নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত, ৩.৫০০ স্কয়ার জুড়ে বিস্তৃত ইয়োলো স্টোন ন্যাশনাল পার্ক। আর সেখানেই আচমকা রহস্য ঘণীভূত হওয়ায়, ইতিমধ্যেই ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।


দেখুন সেই ভিডিও..