ওয়েব ডেস্ক : কি ভেবেছেন ও আমার আপনার মত কথা বলতে পারে না বলে ওর বুদ্ধি নেই? যা খুশি তাই খেল দেখিয়ে ওকে বুদ্ধু বানিয়ে দেবেন? এমনটা যদি ভেবে থাকেন, তাহলে বোকা বনবেন আপনি-ই!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথমে তিনটে স্টিলের গ্লাস। তারপর চারটে স্টিলের গ্লাস। আর একটা ধাতব বল। প্রত্যেকটা গ্লাসই উপুড় করে রাখা। এর কোনও একটির নীচে রয়েছে ওই ধাতব বল। এই নিয়েই চলে হেঁয়ালি। নানাভাবে নিজেদের মধ্যে পাল্টাপাল্টি করা হয় গ্লাসগুলির অবস্থান। কিন্তু, প্রতিবারই ঠিক গ্লাসটিকে চিনে ফেলে ‘বুদ্ধিমান’ বিড়াল! পা দিয়ে দেখিয়ে দেয় কোন গ্লাসটির নীচে রয়েছে ধাতব বলটি।


ভাইরাল হওয়া মজাদার এই ভিডিওটি দেখুন- 


Impresionante gato!

Posted by Amor 106.7 on Wednesday, August 13, 2014