নিজস্ব প্রতিবেদন: ভেঙে পড়ল যাত্রীবাহী ইথিওপিয়ার এয়ারলাইন্স। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী দফতর জানিয়েছে, কেনিয়ার রাজধানী নাইরোবি ও আদিদিস আবাবার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। বোয়িং ৭৩৭ বিমানটি ৮ জন কর্মী ও ১৪৯ জন যাত্রী নিয়ে নাইরোবি যাচ্ছিল। জানা যাচ্ছে সব আরোহীরই মৃত্যু হয়েছে। ফ্লাইট র্যাডারের তথ্য অনুযায়ী, উড়ান ওড়ার ৬ মিনিটের মাথায় এটিএস-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গিয়েছে দুর্ঘটনার আগে ৮৬০০ ফুট উচ্চতায় যাচ্ছিল বিমানটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কেনিয়া সরকারের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৮.৪৪ নাগাদ বিমানটি ভেঙে পড়ে। কোন জায়গায় বিমানটি ভেঙে পড়েছে এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রে খবর, ET302 নামে ওই উড়ানটি গত বছর অক্টোবরে বাণিজ্যিক বিমান হিসাবে ব্যবহৃত হয়।