নিজস্ব প্রতিবেদন: মার্কিন গোয়েন্দা রিপোর্ট সত্য়ি করে ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল (Kabul)। কাবুল বিমান (Kabul Airport) বন্দরের পাশে খাওয়াজা বুগরা (Khwaja Bugra) এলাকায় বড়সড় বিস্ফোরণটি ঘটেছে। সূত্রের খবর, আমেরিকার ড্রোন হামলার বদলা নিতে সম্ভবত পাল্টা রকেট হামলা চালায় ইসলামিক স্টেট-খোরাসান (IS-K)। মার্কিন নাগরিকদের লক্ষ্য করেই ওই রকেট হামলা চলে। হামলায় এখনও পর্যন্ত ১ শিশু-সহ ২ জনের মৃ্ত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত ৩ জন।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবারই ফের হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এর আগে কাবুল বিমানবন্দরের (Kabul Airport) আইএসআইএস-খোরাসান (ISIS-K) জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী হামলার পরেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। 'খুঁজে বের করে মারব', এমনটাই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। যেমন কথা তেমন কাজ। এবার সোজা আফগানিস্তানে অবস্থিত আইএসআইএস-খোরাসান (ISIS-K) জঙ্গিগোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালায় আমেরিকা। ড্রোন হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি সংগঠনের গোপন আস্তানা। 


আরও পড়ুন: Ida: আসছে 'অতি ভয়ঙ্কর' হারিকেন 'ইদা', আতঙ্কিত শহর



আরও পড়ুন: Ashraf Ghani: দেশে ফিরছেন 'নির্বাসিত' প্রেসিডেন্ট আশরফ গনি? তালিবানি মন্ত্রিসভায় জায়গাও পাবেন নাকি?


বাইডেনের বিবৃতি অনুযায়ী, যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার প্রেক্ষিত ছিল কাবুল বিমানবন্দরে জঙ্গি গোষ্ঠী Islamic State in Khorasan (ISIS-K) আত্মঘাতী বোমা বিস্ফোরণ। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত ১৬৯ জন নিহত হন। যাঁদের মধ্যে এবং ১৩ মার্কিন সেনাও রয়েছেন।