জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিন আগে তুরস্ক (Turkey) ও সিরিয়ায় তিনটি ভূমিকম্পের পর, মঙ্গলবার ভোরে ৫.৯ মাত্রার নতুন ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটি মধ্য তুরস্কে আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরে ছিল, EMSC জানিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবারের বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ক এবং প্রতিবেশী সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪,০০০ ছাড়িয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সোমবার তুরস্ক ও সিরিয়ায় ৭.৮, ৭.৬ এবং ৬.০ মাত্রার পরপর তিনটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে।


সোমবার তুরস্ক, সিরিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে


প্রাথমিকভাবে, ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প সোমবার ভোরে স্থানীয় সময় ০৪:১৭ মিনিটে (০১:১৭ GMT) ২৩ কিলোমিটার (১৪.২ মাইল) পূর্বে, সিরিয়ার (Syria) সীমান্তের কাছে তুরস্কের গাজিয়ানটেপ (Gaziantep) প্রদেশের নুরদাগি (Nurdagi), ২৪.১ কিলোমিটার (৯৪ মাইল) গভীরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা জানিয়েছে।


এর পরে গাজিয়ানটেপ থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল এবং মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা অনুসারে তুরস্কের কাহরামানমারাস (Kahramanmaras) প্রদেশের এলবিস্তান (Elbistan) জেলায় এর কেন্দ্রস্থল ছিল। লেবানন (Lebanon) এবং সিরিয়া সহ বেশ কয়েকটি প্রতিবেশী দেশেও কম্পন অনুভূত হয়েছে।


সোমবার তুরস্কের গোকসুনে (Goksun) রিখটার স্কেলে ৬.০ মাত্রার তৃতীয় ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি লেবানন, জর্ডন (jordan), ইসরায়েল (Israel) এবং মিশরের (Egypt) মতো দূরের দেশেও অনুভূত হয়েছিল। সিরিয়ার সীমান্তের কাছে গাজিয়ানটেপের উত্তরে কাহরামানমারাস প্রদেশে ঘটেছে এই ঘটনা।


আরও পড়ুন: Attack On Hindu Temples In Bangladesh: 'হিন্দুরা এই দেশে ছিল, আগামিদিনেও থাকবে', কেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?


কর্মকর্তা ও সংস্থাগুলি নিশ্চিত করেছে যে তুরস্ক এবং সিরিয়ায় কমপক্ষে ৪,৩৭২ জনের মৃত্যু হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে এই সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে যেতে পারে। তুরস্কের বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান ইউনুস সেজারের (Yunus Sezer) মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত তুরস্কের মৃতের সংখ্যা বেড়ে ২,৯২১ হয়েছে।


তুরস্কের হাতায় (Hatay) প্রদেশে, বিমানবন্দরের একমাত্র রানওয়েটিও ভেঙে পড়েছে এবং পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। সম্পূর্ণ বিধ্বস্ত রানওয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এখানে টারমাকটিকে দুটি ভাগে বিভক্ত হয়ে দেখা গিয়েছে। এরফলে এখানে সমস্ত বিমান চলাচল বন্ধ রয়েছে।


আরও পড়ুন: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে সন্ধ্যায় ফের ৭.৫ মাত্রার কম্পন!


সোমবারের ভূমিকম্পটি কয়েক দশকের মধ্যে তুরস্কের সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বলে জানিয়েছে দেশের প্রেসিডেন্ট। সিসমোলজিস্টদের মতে, প্রথম ভূমিকম্পটি ছিল দেশের রেকর্ড হওয়া বৃহত্তম ভূমিকম্পগুলির মধ্যে একটি। ১২ ঘন্টা পরে, কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলায় এর কেন্দ্রস্থলে ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের সূত্রপাত হয়।


ত্রান পাঠাল ভারত


ধ্বংসস্তূপ থেকে তুরস্কের উদ্ধারকারীরা মঙ্গলবার পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাওয়ার পরে ভারত ত্রাণ সামগ্রীর প্রথম ব্যাচ তুরস্কে পাঠিয়েছে। বিমান বাহিনীর বিমানে এই ত্রাণ পাঠানো হয়েছে।


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষণার কয়েক ঘণ্টা পরে, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) কর্মীদের একটি দল একটি বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর স্কোয়াড, প্রয়োজনীয় সরঞ্জাম সহ, চিকিৎসা সরবরাহ, উন্নত ড্রিলিং মেশিন এবং প্রয়োজনীয় অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)