নিজস্ব প্রতিবেদন: 'ফেক নিউজ' বিরোধী আইন প্রণয়ন করল মালয়েশিয়া। দেশ জুড়ে ভুল খবরের বিরুদ্ধে পদক্ষেপ করতে সোমবার মালয়েশিয়া আইনসভা 'অ্যান্টি ফেক নিউজ ২০১৮' নামের বিল পাশ করল। নতুন এই আইনে ভুল খবর প্রকাশ করার দোষে ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪ লক্ষ টাকা জরিমানা করা হতে পারে।


প্রসঙ্গত, মালয়েশিয়ার সাধারাণ নির্বাচন আসন্ন। এই সময় এমন আইন পাশ করার মাধ্যমে আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে বলে মত সমালোচকদের। উল্লেখ্য, বিশ্ব জুড়ে এই মুহূর্তে অন্যতম আলোচ্য বিষয় 'ফেক নিউজ'। সিঙ্গাপুর, ফিলিপিনসের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলি এখনও এ বিষয়ে কী পদক্ষেপ করবে তা ভাবছে। জার্মানি আপাতত একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে যেসব সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বিদ্বেষ ছড়ানো পোস্ট মুছে দিতে ব্যর্থ হবে তাদের জরিমানা করার ব্যবস্থা নেওয়া যাবে। এই আবহে, হঠাত্ একেবারে ফেক নিউজ বিরোধী আইন পাশ করে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি করে দিল দ্বীপরাষ্ট্রটি।