জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টাকা তুমি কার? এই মুহূর্তে এটাই সব চেয়ে বড় প্রশ্ন। কেননা, বাড়িওয়ালা মিস্ত্রি লাগিয়েছিলেন। মজুর একাই কাজ করছিলেন। একটা দেওয়াল ভাঙার কাজ চলছিল। দেওয়াল ভাঙতে ভাঙতে একটা জায়গায় এসে হঠাৎই  দেওয়াল থেকে ঝরঝর করে ঝরতে লাগল রাশি রাশি টাকা! এখন, প্রশ্ন হল, এই টাকা কার? এক দল বলবে, টাকা বাড়িওয়ালার, অন্য দল বলবে, টাকা মজুরের, কেননা টাকার কোনও খবরই বাড়িওয়ালার কাছে ছিল না, তা ছাড়া যখন দেওয়াল ভেঙে টাকা মেলে তখন সেখানে ওই মজুরটি একাই কাজ করছিলেন। আর একদল বলছে-- টাকার উপর দু পক্ষেরই সমান অধিকার। মীমাংসা যা-ই হোক, তা নিয়ে এখন মামলা চলছে আদালতে। এবং এখনও সমস্ত টাকাটা বাড়িওয়ালা মহিলার হেফাজতেই রয়েছে। এবং এমনও শোনা যাচ্ছে, টাকার অনেকটাই বাড়িউলি খরচ করে ফেলেছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: MRO Shows Image Of Teddy Bear: মঙ্গলগ্রহে আস্ত এক ভালুক এল কোথা থেকে? কী বলছেন বিজ্ঞানীরা...


কোথাকার ঘটনা? 


এ দেশে এরকম বহু প্রাচীন বাড়ি আছে বটে, তবে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি সামনে এসেছে খবরটি। তবে আদত ঘটনাটি আরও আগের। বিষয়টি শ্রমিক আদালতে পৌঁছে গিয়েছে।


এরকম অবশ্য ঘটেই থাকে। কেউ যখন পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করে, তখন অনেক সময়ই পুরনো বাড়ির অনেক পুরনো জিনিসপত্র বেরিয়ে আসে। তাই কিছুদিন আগে ঘটা আমেরিকা এই ঘটনায় আশ্চর্যের কিছু নেই। ঘটনাটি আমেরিকার একটি শহরে ঘটে। শ্রমিকটি একটি বাড়িতে কাজ করছিলেন। তিনি পুরনো দেয়াল ভেঙে নতুন দেয়াল তৈরির কাজ করছিলেন। কিন্তু দেয়ালের একটা অংশ ভাঙতে শুরু করলেই সেখান থেকে নোটের বান্ডিল বেরোতে থাকে। ভারতীয় মূল্যে প্রায় দেড় কোটি টাকা ওই দেয়াল থেকে বেরিয়ে এসেছিল। সেই টাকা গুনতে অনেকদিন সময় লেগেছিল। টাকা যখন পাওয়া গিয়েছিল সেই সময়ে সেখানে কেউ উপস্থিত ছিলেন না। তা সত্ত্বেও টাকাটা ওই শ্রমিক হাতিয়ে নেননি। তিনি বাড়িওয়ালাকে জানান এবং তাঁর হাতে টাকা তুলে দেন। কিন্তু তিনি জানান, এই টাকায় তাঁরও হক আছে। যদিও বাড়িওয়ালি টাকা দিতে অস্বীকার করেন।


আরও পড়ুন: A Rare Green Comet: এসেছিল হাজার হাজার বছর আগে! লাদাখের আকাশে এবার দেখা দেবে সবুজরঙা বিরল এই ধূমকেত...


অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই বাড়ির মালিক তাঁরই নিয়োগ করা শ্রমিককে বেতন দিতে অস্বীকার করেন। সম্প্রতি বিষয়টি নিয়ে আদালতে যান ওই শ্রমিক। আদালতে তিনি বলেন, ওই টাকায় তারও অধিকার আছে কারণ ওই সময় সেখানে কেউ উপস্থিত ছিলেন না। তিনি চাইলে সব টাকাটাই গোপনে নিয়ে নিতে পারতেন। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। 


এখন দেখার বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়। এমনও শোনা যাচ্ছে, ওই টাকার বেশির ভাগই বাড়িওয়ালা খরচ করে ফেলেছেন। কিন্তু ওই টাকা থেকে কিছু টাকা পাবেন বলে আশা করেছিলেন শ্রমিক।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)