ক্যালিফোর্নিয়া উপকূলে বোটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, দগ্ধ ২৫ ঘুমন্ত যাত্রী
মনে করার হচ্ছে বোটে থাকা প্রোপেন থেকেই আগুনের উত্পত্তি
নিজস্ব প্রতিবেদন: ক্যালিফোর্নিয়া উপকূলে আগুন লেগে গেল একটি বোটে। মাত্র ৫ জন ছাড়া অধিকাংশ যাত্রীর মারা গেলেন জীবন্ত দগ্ধ হয়ে। এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ দ্বীপের কাছে ওই মার্মান্তিক দুর্ঘটনা ঘটে সোমবার ভোরে।
আরও পড়ুন-বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
সান্তা বারবারার শেরিফ বিল ব্রাউন সংবাদমাধ্যমে জানিয়েছেন, ৭৫ ফুট লম্বা কনসেপশন নামে ওই স্কুবা বোটে এদিন ভোর সোয়া তিনটে নাগাদ আগুন লেগে যায়। বোটটিতে ছিলেন ৩৯ জন। যাত্রীদের অধিকাংশই ঘুমিয়ে থাকার কারণে অনেকেই বেরিয়ে আসতে পারেননি। তবে ৫ ক্রু ঘটনার সময় ছিলেন ডেকে। সমুদ্রে ঝাঁপ দিয়ে তাঁরা কোনওক্রমে বেঁচে যান। বিল ব্রাউন আরও জানিয়েছেন, ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে সমুদ্রের ৬০ ফুট গভীর থেকে। আগুন লেগে একেবারে উল্টে যায় বোটটি।
আরও পড়ুন-চায়ের আড্ডায় মুকুলই করলেন মানভঞ্জন, বিজেপি ছাড়ছেন না বৈশাখী-শোভন
শনিবার জলে নামে কনসেপশন। মনে করার হচ্ছে বোটে থাকা প্রোপেন থেকে আগুনের উত্পত্তি। ব্রাউন আরও জানিয়েছেন, ক্রুদের উদ্ধার করে মত্সজীবীদের নৌকো। তবে ক্রু-রা কেন যাত্রীদের ঘুম থেকে জাগাতে পারলেন না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ক্যালিফোর্নিয়ায় উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে আচমকা ঘটে যাওয়ার ফলে যাত্রীরা বেরিয়ে আসতে পারেননি।