বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

নিম্নচাপটি বর্তমানে রয়েছে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে

Updated By: Sep 3, 2019, 09:38 AM IST
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

নিজস্ব প্রতিবেদন: ফের বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের উপকূলবর্তী-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। সোমবার রাতেও বৃষ্টি হয়েছে কলকাতা-সহ সংলগ্ন জেলায়। এবার সেই সম্ভাবনা আরও বাড়তে চলেছে। কারণ নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।

আরও পড়ুন-রাস্তায় ভল্ট দিয়ে ভাইরাল আলি ও লাভলি; দুই বিস্ময় প্রতিভাকে খুঁজে বার করল Zee ২৪ ঘণ্টা

ওই নিম্নচাপটি বর্তমানে রয়েছে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে। এর জেরে বেশ বৃষ্টি হবে ওড়িশায়। তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তি এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে আজ কলকাতা ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

আরও পড়ুন-তৃণমূল বিরোধিতার হাওয়ায় চড়ে পাওয়া সাফল্যের মেয়াদ কতদিন? ভগবতের প্রশ্নে বাক্যহারা দিলীপরা

কলকাতার আকাশ আজ মেঘলা। আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃষ্টি হলে অস্বস্তি কমবে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। ৪৫-৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার জেরে সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Tags:
.