জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর খোলা হল মসজিদের ১১ দানবাক্স। আর তা খুলেই অবাক মসজিদ কর্তৃপক্ষ। সেইসব দানবাক্স থেকে বের হল  ২৯ বস্তা টাকা। নিরাপত্তার কথা ভেবে মসজিদ ঘিরে রাখল বিশাল পুলিস বাহিনী। এমনই ঘটনা ঘটেছে বাংলাদেশের কিশোরগঞ্জের পাগলা মসজিদে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শীতের পথে বাধা, বাড়ল তাপমাত্রা! ফের পারদ পতন...


ওই বিপুল টাকা পাওয়ার পর সেই টাকা আনা হয় মসজিদের দোতলায়। পুলিসি প্রহরায় সেই টাকা গুনতে শুরু করে মসজিদ সংলগ্ন মাদ্রাসার পড়ুয়ারা। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৪০০ জনের একটি দল। শনিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমত বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিস সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ ছাড়াও এ সময় বিপুলসংখ্যক সেনা জওয়ান ও পুলিস উপস্থিত ছিলেন।


মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, তিন মাস ১৪ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়েছে। এতে ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। পরে মসজিদের দোতালায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে। তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার তিন মাস ১৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। আশা করা যাচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে।


উল্লেখ্য, ১৭ আগস্ট ৩ মাস ২৭ দিন পর পাগলা মসজিদের ৯টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক খুলে ২৮ বস্তা টাকার গণনা শেষে পাওয়া গিয়েছিল ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। এ ছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)