নিজস্ব প্রতিবেদন : লওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলার  পর এবার জঙ্গিদের নিশানায় কি পাক সেনাবাহিনী! পাক সংবাদমাধ্যম বালোচিস্তান পোস্টের রিপোর্ট অনুযায়ী, রবিবার পাকিস্তানের সেনা কনভয়ে আত্মঘাতী হামলার অন্তত ৯ জন সেনার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১১ জন।  বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালোচ রিপাবলিকান গার্ডস তুরবত ও পাঞ্জগুর অঞ্চলের মধ্যবর্তী স্থানে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের পাকিস্তান সফরের আগে এই ঘটনা কিন্তু নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতীয় গান, সাসপেন্ড পাকিস্তানের স্কুল


প্রসঙ্গত, বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ। ৩৫০ কেজি বিস্ফোরক ভর্তি একটি এসইউভি কনভয়ে এসে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় সিআরপিএফের একটি বাস সহ বেশ কয়েকটি যান। ভারত জুড়ে নিন্দার ঝড়। ফুঁসছে ভারতবাসী। তার মাঝেই পাক সেনার ওপর হামলা কিন্তু কূটনৈতিক মহলে একাধিক প্রশ্ন তুলে দিল।