ওয়েব ডেস্ক: আমেরিকার স্বাধীনতা দিবসেই সৌদি আরবের জেড্ডার রেড সি শহরে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সংবাদ সংস্থার খবর, ভোরে নাশকতা চালাতে দূতাবাসের দিকে এগোচ্ছিল এক আত্মঘাতী জঙ্গি। হাই সিকিউরিটি জোনে প্রবেশ করার পরই গাড়ির মধ্যেই কোনও ভাবে বিস্ফোরণ ঘটে। তাতেই মৃত্যু হয় ওই জঙ্গির। জখম হন আরও দুই নিরাপত্তারক্ষী।


এরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে বিশাল পুলিস বাহিনী। এলাকার সব রাস্তা বন্ধ করে শুরু হয় তল্লাসি। কোনও জঙ্গি সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি।


রক্তাক্ত ইরাক, বিস্ফোরণে মৃত ৮৩, আহত কমপক্ষে ২০০


এই ঘটনার জেরে জেড্ডাসহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসের নিরাপত্তা কয়েকগুন বাড়িয়ে দেওয়া হয়েছে। দুহাজার চার সালেও সন্ত্রাসের শিকার হয়েছিল জেড্ডার মার্কিন দূতাবাস। সেবার মৃত্যু হয়েছিল নজনের।