ওয়েব ডেস্ক: ইস্তানবুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী জঙ্গিহানা।  


বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তিন জঙ্গি। নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালে  আত্মঘাতী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয় জঙ্গিরা। বিস্ফোরণে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দেড়শো। গতকাল স্থানীয় সময় রাত দশটা নাগাদ বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুটি বিস্ফোরণের ছবি। বিস্ফোরণের পরই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে দৌড়তে শুরু করেন যাত্রীরা। এপর্যন্ত কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তুর্কির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের দাবি ঘটনার পিছনে হাত রয়েছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ট বা ISIL এর।  ঘটনার তীব্র নিন্দা করেছেন তুর্কির প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।  নিন্দায় মুখর হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিও। ঘটনার পরই ইস্তানবুল রুটের সমস্ত বিমান বাতিল করেছে আমেরিকা।