ওয়েব ডেস্ক: আজ ১৩ সেপ্টেম্বর। আগস্ট মাস চলে গিয়েছে বেশ কিছুদিন তো হল। আবার আগস্ট আসবে সামনের বছর ২০১৭-তে। কিন্তু ২০১৬-র আগস্ট মাস আপনার মনে থেকে যাবে চিরকাল। কারণ, নাসার কথা অনুযায়ী গত ১৩৬ বছরের সবথেকে উষ্ঁতম আগস্ট মাস গেল ২০১৬-তেই! নাসার বেশ কয়েকজন আধিকারিক জানিয়েছেন, বিশ্ব যে কতটা উষ্ণয়ানের প্রভাবে জর্জরিত, তা বোঝার জন্য এবারের আগস্ট মাস ছিুল প্রতীকী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যে বিমান বন্দর রাষ্ট্রপ্রধান থেকে বিজনেস টাইকুনদের মনের বয়স বাড়তে দিচ্ছে না!


১৯৫০ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত বেশ গরম থাকতো আগস্ট মাস। কিন্তু এ বছরের আগস্ট মাসের গরম আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। ১৯৫০ থেকে ১৯৮১ সালের আগস্ট মাসগুলোর গড় উষ্ণতার থেকে প্রায় ০.৯৮ সেলসিয়াস বেশি উষ্ণ ছিল এবারের আগস্ট মাস। তাহলেই বুঝুন, কতটা তাপ বাড়ছে আমাদের পৃথিবীর।


আরও পড়ুন  সৌন্দর্যের মহিমা