ওয়েব ডেস্ক : পুল থেকে হাঙড়-এর বাচ্চা উদ্ধার করলেন মহিলা। নির্ভয়ে করে গেলেন সমস্ত কাজ। মেলিসা হেথিয়ার নামে ওই মহিলার যেভাবে হাঙড়-এর বাচ্চাটিকে উদ্ধার করে পুলে পাঠান, সেই ভিডিও প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই মহিলা জানিয়েছেন, পুল-এ নেমে যখন তিনি হাঙড়-এর বাচ্চাটিকে দেখাতে পান, তখনই বিষয়টি আঁচ করতে পারেন। ওই হাঙড়-এর বাচ্চাটির যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য তিনি পুল থেকে উদ্ধার করে সমুদ্রে ছেড়ে দেন।


আরও পড়ুন : নৃশংস, ধর্ষণে বাধা পেয়ে মহিলার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দিল যুবক 


জানা যাচ্ছে, অষ্ট্রেলিয়ার সিডনির ওক পার্ক রক পুল-এর পাশেই রয়েছে সমুদ্র। সেখান থেকেই কোনওভাবে বাচ্চা হাঙড়টি ঢুকে পড়ে পুলে। এরপরই ওই মহিলা হাঙড়-এর বাচ্চাটিকে উদ্ধার করে সমুদ্রে ফেরৎ পাঠান।


দেখুন ভিডিও..


 



ভিডিও সৌজন্য - ফেসবুক