নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় ভারত-বাংলাদেশ চুক্তির বিরোধিতা করে হাসিনার কোপে আওয়ামী লিগের নেতা ডা শেখ বাহারুল আলম। তিস্তার জল, তরল গ্যাস ভারতকে সরবারহ-সহ একাধিক বিষয়ে সরকারের সমালোচনা করার সাময়ীকভাবে বহিষ্কার করা হয়েছে বাহারুলকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-৫০০ বছরের পুরনো প্রথা ভাঙল, হল না একটিও পশুবলি


বুধবার দলের তরফে এক বিবৃতি জারি করেছেন দলের দফতর সম্পাদক ফরিদ আহমেদ। সেখানে বলা হয়েছে ভারত-বাংলাদেশ চুক্তির বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেছেন বাহারুল। এর জন্য তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।




কী লিখেছেন বাহারুল?


দ্বিপাক্ষিক আলোচনায় তিস্তা জলচুক্তি স্থান পায়নি।


নাগরিকপঞ্জী থেকে বাদপড়া মানুষদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। প্রতিবাদ করেনি বাংলাদেশ।


বাংলাদেশের রোহিঙ্গাদের মায়ানমারে পাঠানোর ব্যাপারে ভারত কিছু বলেনি।


তিস্তার জল না পেলেও ফেনীর ১.৮২ কিউসিক জল প্রতিদিন ত্রিপুরায় পাঠাতে হবে।


বাংলাদেশে তরল গ্যাসের ঘাটতি থাকা সত্বেও ভারতকে তা রফতানি করা হবে।


চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করবে ভারত। বিনিময়ে বাংলাদেশ ভারতের কোন বন্দর ব্যবহার করবে তার উল্লেখ নেই।


আরও পড়ুন-কাজের জায়গায় বন্ধুর পদোন্নতি, হিংসায় বন্ধুকে খুন করলেন যুবক!


উল্লেখ্য, গত ৫ অক্টোবর দিল্লিতে মোদী-হাসিনা বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে ৬ চুক্তি সাক্ষরিত হয়েছে। বাহারুলের বক্তব্য ওইসব চুক্তিতে বাংলাদেশের কোনও স্বার্থই রক্ষা হয়নি। ফেসবুকে যা লেখা হয়েছে তা একান্তই ব্যক্তিগত। দেশের স্বার্থে যা বলার তা বলেছি। এর মধ্যে শৃঙ্খলাভঙ্গের কোনও ব্যাপার নেই।


এদিকে, কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, যে তরল গ্যাসের কথা বলা হচ্ছে তা বিদেশ থেকে আমদানি করা হয়। সেই গ্যাসই রফতানি করা হবে। এর সঙ্গে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের কোনও সম্পর্ক নেই।