নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ‘ভুয়ো খবর’-এর জেরে নানা বিতর্ক, বিবাদ এমনকি দাঙ্গা বাধার ঘটনাও ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় বা নেট দুনিয়ায় ভুয়ো খবর ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনিক কর্তাদের। ভুয়ো খবরের জেরে শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, বিভ্রান্তি ছড়াচ্ছে একাধিক ছোট-বড় সংবাদ মাধ্যমেও। কিন্তু সরষের মধ্যেই যে ‘ভূত’ লুকিয়ে ছিল, তা বিশ্বাসই করতে পারছেন না ৭১ বছরের পুরনো বিখ্যাত ইউরোপীয় সংবাদ পত্রিকা ‘ডের স্পিগেল’-এর কর্তারা। কারণ, পত্রিকার একজন নামী, পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক দিনের পর দিন রং চড়িয়ে, ভুয়ো তথ্য সমৃদ্ধ খবর পরিবেশন করে গিয়েছেন। তবে শেষমেশ ধরা পড়ে গিয়ে পত্রিকার সম্পাদকের চাকরিটা খোয়াতে হয়েছে তাঁকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সিরিয়ায় পরাস্ত আইএস, দেশে ফিরছে মার্কিন সেনা


বিবিসি সূত্রে খবর, জার্মান সংবাদ পত্রিকা ‘ডের স্পিগেল’-এর বহু প্রশংসিত, একাধিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ক্লাস রেলুৎসিয়াস বিগত ৭ বছর ধরে একাধিক ভুয়ো খবর পরিবেশন করে গিয়েছেন। ফ্রিলান্সার হিসেবে ২০১১ সালে তিনি ‘ডের স্পিগেল’-এ যোগ দিয়েছিলেন। বছর দেড়েক আগে তাঁকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমানিত হওয়ায় ‘ডের স্পিগেল’-এর কর্তাদের নির্দেশ মতো ইস্তফা দিতে হয় রেলুৎসিয়াসকে। এই পত্রিকার জন্য লেখা রেলুৎসিয়াসের মোট ৬০টি প্রতিবেদনের মধ্যে বেশ কিছু লেখায় তথ্য বিকৃত করা হয়েছে বা ভুয়ো তথ্য দেওয়া হয়েছে। অন্যান্য সংবাদ প্রতিষ্ঠানেও এর কুপ্রভাব পড়তে পারে বলে মত ‘ডের স্পিগেল’-এর কর্তাদের। তাই এই সিদ্ধান্ত। যদিও পত্রিকার অনলাইন সংস্করণে রেলুৎসিয়াসের লেখাগুলি মুছে ফেলা হবে না। তবে ওই লেখাগুলির উপর পাঠকদের জন্য সতর্কীকরণ বার্তাও দেওয়া থাকবে।