টাইমস স্কোয়ারে প্রদর্শিত হলো রাম ও অযোধ্যার ছবি, দেখুন ভিডিয়ো
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, টাইমস স্কোয়ারের অন্যতম ব্যয়বহুল একটি বিলবোর্ডে রামের ছবি প্রদর্শিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: রাম ও অযোধ্যার ত্রিমাত্রিক ছবি, ভূমি পুজোর দিন নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দেখানো হলো সবটাই। গতকালই নেট জগতে হু হু করে ছড়িয়েছিল টাইমস স্কোয়ারে রামের ভুয়ো ছবি। কিন্তু সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, টাইমস স্কোয়ারের অন্যতম ব্যয়বহুল একটি বিলবোর্ডে রামের ছবি প্রদর্শিত হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছিল যে মার্কিন মুলুক্ বিভিন্ন ইসলামিক সংগঠন রাম মন্দির নির্মাণের ছবি টাইমস স্কোয়ারে দেখানোর বিরোধিতা করে। ফলে বেঁকে বসে বিজ্ঞাপন সংস্থারা। রাম ও অযোধ্যার ছবি টাইমস স্কোয়ারে দেখাবে না বলে জানায় তাঁরা। তবে শেষ পর্যন্ত প্রদর্শিত হলো রামের ছবি।
একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে রাম ও অযোধ্যা এবং পিছন থেকে ধ্বনি উঠছে "জয় শ্রী রাম।"
প্রায় ২০০০ পবিত্র স্থানের মাটি ও ১০০ টি নদীর জল দিয়ে শুভারম্ভ হয়েছে রাম মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪০ কেজি রূপোর ইট বসিয়ে শিলান্যাস করেছেন অযোধ্যায়। নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে রাম মন্দিরের "ভূমি পুজো।"
আরও পড়ুন: "আমি তো দিল্লিও চাই ", পাকিস্তানের নতুন মানচিত্র নিয়ে কটাক্ষ ইমরানের প্রাক্তন স্ত্রীর