ওয়েব ডেস্ক: মাঝ আকাশে প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করলেন মহিলা। বিমানে সবাই তখন আতঙ্কিত। বিমান সেবিকারা তাদের উপস্নথিত বুদ্ধির পরিচয় দিলেন। বিমানের মধ্যেই তৈরি হল লেবার রুম। তারপর বিমানসেবিকা, ক্রু ও সহযাত্রীদের তত্‍পরতায় মাঝআকাশে বিমানের মধ্যেই জন্ম নেয় এক শিশু বালক। 


আরও পড়ুন- পর্নসাইট নিষিদ্ধ করে ঠিক এটাই বলল রাশিয়া সরকার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লিবিয়ার রাজধানী থেকে নিজারের নিয়ামেইয়ে বিমানে যাওয়ার পথে ঘটে এমনই ঘটনা। লিবিয়ার প্রথমসারির বিমানসংস্থা 'বুরাক এয়ার'-এ এমনই ঘটনা ঘটে। বিমানের পাইলটের নামে শিশুটির নাম রাখা হয়। ওর নাম রাখা হল আব্দুল বাসেট। বিমানের মধ্যে জন্ম নেওয়া এই নবজাতকের ছবি পোস্ট করা হয় 'বুরাক এয়ার'-এ ফেসবুক পেজে। সঙ্গে এই 'বুরাক এয়ার'-এর পক্ষ থেকে জানানো হয় আজীবন এই নবজাতক বিশ্বের বিনা খরচে যে কোনও প্রান্তে বিমানে যাতায়াত করতে পারবে।   


আরও পড়ুন- প্রেগন্যান্সির এরকম নজির দেশে-বিদেশে কোথাওই নেই!


উত্তর আফ্রিকা, ইউরোপ, মধ্য এশিয়ায় চলে এই সংস্থার বিমান। ২০১১ সাল থেকে গৃহযুদ্ধের কারণে ইজিপ্ট, মরক্কো, সিরিয়া, বসনিয়া, হার্জেগোনিভাতে লিবিয়ার বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল।  


এই ক মাস বিমানের মধ্যে মধ্য আকাশে জন্ম নেওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে।