সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে। এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে। এঁদের বিনিময়-প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় এই বিনিময় হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Human Metapneumovirus | HMPV: করোনার ৫ বছর পরে ফের এক ভয়ংকর ভাইরাসের ভীতিতে কাঁপছে বিশ্ব...


বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জ পরিদর্শনে এসে এ তথ‌্য জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, আগামী ৫ জানুয়ারি বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলের বিনিময় হ‌বে।


জানা গিয়েছে, ৭৮ জন বাংলাদেশি এমভি মেঘনা ও এমভি লায়লা নামে দুটি ফিশিং ট্রলার নিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিলেন। ৯ ডিসেম্বর তাঁদের আটক করে ওড়িশার পারাদ্বীপে রাখা হয়। অন্য ১২ জন জেলেকে সেপ্টেম্বরে আটক করা হয়েছিল, যখন তাঁদের ট্রলারটি ভারতীয় জলসীমায় ডুবে যায়। তাঁদের কলকাতার কাছে কাকদ্বীপে রাখা হয়।


আরও পড়ুন: Winter Updates: উফ্ফ! এই বাংলারই কোথাও ৯, কোথাও ৮.৫, কোথাও ৫.৬! এমন ভয়ংকর শীত কতদিন?


অন্য দিকে, ভারতীয়দের ছয়টি ট্রলার সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়েছিল এবং তখন তাদের পটুয়াখালি ও বাগেরহাটে আটক করে রাখা হয়। জেলেদের আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন-সংক্রান্ত যে জটিলতা ছিল, সেটি মিটিয়ে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)