সেলিম রেজা: ঢাকার তাঁতিবাজার পুজোমণ্ডপে ছিনতাই! বাংলাদেশের রাজধানী ঢাকার তাঁতিবাজার পূজামণ্ডপ-এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী ঘটেছিল? ছিনতাইকারীরা পেট্রোলবোমাসদৃশ একটি বোতল ছোড়ে। তবে সেটি ফাটেনি। সেটিকে অবিস্ফোরিত অবস্থাতেই উদ্ধার করতে সক্ষম হয় পুলিস। পুলিস বলছে, পেট্রলবোমা সদৃশ বোতলটি বিস্ফোরণ না ঘটালেও ছিনতাইকারীদের দ্বারা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাতে বেশ কজন আহত হয়েছেন।


আরও পড়ুন: Horoscope Today: মেষের সাফল্য, মিথুনের প্রাপ্তি, তুলার উন্নতি! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন...


এ ঘটনায় সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে আকাশ, হৃদয় ও জীবন নামে তিনজনকে আটক করেছে ঢাকার কোতয়ালি থানার পুলিস। তিনজনেই তরুণ-- দুজনের বয়স ২৩, অন্যজন এখনও ২০ পেরোয়নি।


আরও পড়ুন: West Bengal News LIVE Update: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমরণ অনশন শুরু আরও দুই সহযোদ্ধার...


ঢাকার কোতয়ালি থানার ওসি এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার তাঁতিবাজার পূজামণ্ডপের পিছনে তিনজন ছিনতাইকারী এক মহিলার সোনার হার ছিনতাই করতে উদ্যত হয়েছিলেন। আশপাশের লোকজন সেই সময়ে তাদের ধরে ফেলার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁদের ৪ জনকে ছুরিকাঘাত করে। শুক্রবার সন্ধ্যার পরে ঢাকার তাঁতিবাজার পূজামণ্ডপে এই ঘটনা ঘটে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)