নিজস্ব প্রতিবেদন: আগামী বছর দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাল বাংলাদেশ সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উত্তরবঙ্গ থেকেই একুশের বার্তা! সোমবার শিলিগুড়িতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা


রবিবার বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে দেখা করে সাংবাদিকদের একথা জানান।  মোমেন বলেন, আমাদের জয় ভারতেরও জয়। তাই আমরা চাই একসঙ্গে দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করতে। 


উল্লেখ্য়, আগামী ১৬ কিংবা  ১৭ ডিসেম্বর নরেন্দ্র মোদীর সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনা। সেই আলোচনা মূলত সৌজন্যমূলক হবে বলেই জানিয়েছেন মোমেন।


আরও পড়ুন-নতুন কোনও সমস্যা নেই, সৌমিত্র-ভক্তদের মন ভাল করা খবর দিলেন চিকিত্সকরা


এদিন, ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে মোমেন আরও বলেন, ভারতীয় হাইকমিশানারের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসু হয়েছে। দুদেশের মধ্যে যেসব প্রকল্প এখনও বাস্তবায়ন হয়নি তা বাস্তবায়ন করা হবে। সীমান্তে অশান্তি নিয়ে কথা হয়েছে।