নিজস্ব প্রতিবেদন: ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে ৫ জনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত। আরেক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশেষ আদালতে ব্লগার অভিজিৎ রায়ের হত্যা মামলার শুনানি হয়। অভিযুক্তদের আদালতে নিয়ে আসার সময় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ঢাকার আদালত চত্বর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযুক্তদের নাম  মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গিনেতা আকরাম হোসেন, আবু সিদ্দিকি ওরফে সাকিব, মোজাম্মেল হোসেন, আরাফত রহমান এবং শফিউর রহমান ফারাবি। শফিউর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি ঘোষণা করেছে। 


জানা গিয়েছে এই গোষ্ঠী ১২ জনেরও বেশি ব্লগার ও সমাজকর্মীকে কুপিয়ে খুন করেছে। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি  অমর একুশে বইমেলা থেকে  ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কুপিয়ে খুন করা হয় ব্লগার অভিজিৎ রায়কে।