জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঢাকার লাইফলাইন বলে মনে করা হয় রিক্সাকে। বাংলাদেশের রাজধানী শহরে চলে লাখ লাখ রিক্সা। ট্রাফিক জ্যাম এড়িয়ে গন্তব্য পৌঁছনোর ক্ষেত্রে রিক্সার জুড়ি নেই। এদের মধ্যে রয়েছে বেশকিছু ব্যাটারিচালিত রিক্সা। সেইসব রিক্সা বন্ধের নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট। সময় দেওয়া হয়েছে মাত্র ৩ দিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-তিরুপতি মন্দিরে কাজ করতে পারবেন না কোনও অহিন্দু কর্মচারী, চাকরি যাচ্ছে কয়েকশো কর্মীর


মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চের তরফে ওই নির্দেশ দেওয়া হয়।


রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারিচালিত রিক্সার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিক্সা। রাজধানীর খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর, পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেশি।


সবমিলিয়ে বর্তমানে প্রায় ১২ লাখ রিক্সা চলাচল করে রাজধানী ঢাকায়। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। এছাড়া পুরাতন প্যাডেলচালিত অনেক রিক্সায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।


ব্যাটারি বা মোটরচালিত রিক্সা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলারের কারণে ঢাকা নগরীতে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। ফিটনেসের অনুপযোগী, রংচটা, জরাজীর্ণ মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে ঢাকায় ফিটনেসবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেওয়া হয়।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)