Bangladesh: প্রায় ৫৩ বছর পর বাংলাদেশে `ফিরছে` পাক সেনা! স্বাগত জানাতে তৈরি ইউনূস
Bangladesh: সূত্রের খবর পাকিস্তানের সঙ্গে যৌথ নৌ মহড়া করতে চলেছে বাংলাদেশ। আগামী বছর ফ্রেব্রুয়ারি মাসের ৭-১১ তারিখ করাচিতে ওই নৌ মহড়া হবে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় পাঁচ দশকেরও বেশি সময় পর বাংলাদেশে 'ফিরছে' পাক সেনা। স্পষ্ট করে বলতে গেলে পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফস সাহির শামশাদ মির্জা বাংলাদেশে সেনা অ্যাকাডেমিগুলিতে পাক সেনা লেকচারার পাঠাতে চান। অর্থাত্ বাংলাদেশি সেনাকে ট্রেনিয়ে দিয়ে চায় পাকিস্তান। এক সর্বভারতীয় দৈনিকের খবর হল, সেই প্রস্তাবে রাজি হয়েছেন বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস। পাকিস্তানের সেনা অফিসার ও জেনারেলরা শীঘ্রেই বাংলাদেশ সফরে আসতে চলেছেন। এমনটাও খবর রয়েছে। তবে কবে ওই পাক অফিসাররা আসছেন তা এখনও ঠিক হয়নি।
আরও পড়ুন-কামারপুকুর থেকে বেলুড় মঠ! সাড়ম্বরে উদযাপিত হচ্ছে সারদাদেবীর ১৭২ তম জন্মতিথি উৎসব...
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাক সেনাকে দেশছাড়া করেছিল মুক্তিযোদ্ধারা। তাতে সাহায্য করেছিল ভারত। আর তার এতদিন পরে শেখ হাসিনা দেশ ছাড়ার পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ক্রমশই পাকিস্তানের ঘনিষ্ঠ হচ্ছে। পাকিস্তান থেকে জাহাজ ঢুকছে চট্টগ্রাম বন্দরে। ভারতের বন্দর দিয়ে যে বাংলাদেশি পোশাক বিভিন্ন দেশে যেত তাও বন্ধ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি রোগীরা ভারতে না এসে চলে যাচ্ছে মালয়েশিয়া, ব্যাঙ্ককের মত দেশে।
এদিকে সূত্রের খবর পাকিস্তানের সঙ্গে যৌথ নৌ মহড়া করতে চলেছে বাংলাদেশ। আগামী বছর ফ্রেব্রুয়ারি মাসের ৭-১১ তারিখ করাচিতে ওই নৌ মহড়া হবে। এনিয়ে সামরিক বিশেষজ্ঞ অশোক কুমার বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তারে ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। এটা ক্রমশ ভারতের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এমনটা হতে পারে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এতদিন গোপনে বাংলাদেশের কাজ করেছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর এবার তারা প্রকাশ্যে রাস্তায় নেমেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)