সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রত্নতাত্ত্বিক খননকার্যের মধ্য দিয়ে ঢাকার বয়স নিয়ে নতুন চমকপ্রদ তথ্য মিলেছে। এতে বলা হচ্ছে, প্রাণের শহর ঢাকার বয়স প্রায় আড়াই হাজার বছরের কাছাকাছি। খননে এমন কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিলেছে যাতে প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন, ঢাকায় যিশুখ্রিস্টের জন্মেরও আগে মানববসতি শুরু হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা জানান, ঢাকার পুরনো এই কারাগার এবং এর আশপাশে যে দুর্গ, প্রাসাদ থাকার প্রমাণ মিলেছে সেটি অনেক বড় ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ জন্য পুরনো এই কারাগার এবং এর আশপাশের এলাকায় আরও খননের প্রয়োজন আছে। এতে ঢাকা এবং এর উৎপত্তি নিয়ে আরও অনেক তথ্য উঠে আসার সম্ভাবনা আছে। সম্প্রতি ‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রত্নতাত্ত্বিক খনন : ঢাকার গোড়াপত্তনের বিশ্লেষণ’ শীর্ষক এক গবেষণা প্রকাশিত হয়। এতদিন বলা হয়েছিল, ঢাকার বয়স ৪০০ বছরের। কিন্তু এই গবেষণা জানান দিচ্ছে নতুন তথ্যের। বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির প্রত্নতত্ত্ব গবেষক ও শিক্ষার্থীদের একটি দল ২০১৭-১৮ সালে এই প্রত্নতাত্ত্বিক খনন শুরু করেন। দলটি কারাগারের প্রধান ফটকের সামনের অংশ, রজনীগন্ধা ভবনের আঙিনা, কারা হাসপাতালের সামনের অংশ, দশ সেল ও যমুনা ভবনের পশ্চিম এলাকা এই পাঁচ স্থানে ১১টি খননকাজ পরিচালনা করেন। এতে তারা একটি প্রাচীন দুর্গের দেয়াল, কক্ষ, নর্দমা, কূপের সন্ধান পান।


এ ছাড়া এখানে কড়ি, মোগল আমলের ধাতব মুদ্রা, রোলেটেড ও গ্লেজড মৃৎপাত্রসহ বিভিন্ন ধরনের মৃৎপাত্র, পোড়ামাটির ভাস্কর্যসহ বিভিন্ন ধরনের প্রত্ননিদর্শন পেয়েছেন। বলা হয়ে থাকে, ১৬১০ খ্রিস্টাব্দে মোগল সুবাদার ইসলাম খান ঢাকা নগরের গোড়াপত্তন করেন। তবে ইসলাম খান বাংলার সুবাদার হিসেবে ঢাকায় আসার অনেক আগে থেকেই এখানে মানুষের বসতি ছিল। অর্থাৎ ১৬১০ খ্রিস্টাব্দের আগে থেকেই এখানে জনপদ ছিল। ১৬০০ সাল থেকে ঢাকার ইতিহাস শুরু হয় বলা হলেও এখানে আরও আগে থেকেই নগর ছিল বলা যায়। গবেষণায় উল্লেখ আছে, খননে কারাগারের ভিতর একটি প্রাসাদ থাকার প্রমাণ পাওয়া  গেছে। ধারণা করা হচ্ছে, প্রাসাদ বা দুর্গটি ১৪৩০ সালের।


এর মাধ্যমে এটি বলা যেতেই পারে যে পঞ্চাদশ শতাব্দীতে এ জায়গায় হয়তো কোনো জনপদের কেন্দ্র ছিল। সে হিসেবে এ জায়গাকে কেন্দ্র করে একসময় রাজধানী গড়ে উঠেছিল। এ খননের মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও গবেষকরা ধারণা করছেন, খ্রিস্টের জন্মেরও বহু আগে থেকে ঢাকায় জনবসতি ছিল। খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতকে ঢাকা অঞ্চলে জনবসতি ছিল বলে তাদের ধারণা। সে হিসেবে ঢাকার বয়স প্রায় আড়াই হাজার বছরের কাছাকাছি। ঢাকা ২২০০ থেকে ২৩০০ বছরের পুরনো শহর। ১৬১০ সালে ইসলাম খান এখানে এসে বসবাস শুরু করেন। সুবাদার যেখানে বসবাস শুরু করেন তা রাজধানী হয়ে যায়। এ হিসেবে রাজধানী ঢাকার ইতিহাস শুরু হয় ১৬১০ সাল থেকে।


আরও পড়ুন, Bangladesh: বদলের বাংলাদেশে রেজওয়ানা চৌধুরী বন্যাকে দেওয়া খাস জমির বরাদ্দ বাতিল!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)